নিজস্ব প্রতিবেদক : মহান মে দিবসের শুভেচ্ছা জানিয়েছেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের বার বার নির্বাচিত সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান। তিনি বলেন, ১৮৮৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে দৈনিক ৮ ঘন্টা কাজের দাবিতে আন্দোলন গড়ে তুলেছিলেন শ্রমিকরা।
সে আন্দোলনে বেশ কয়কেজন শ্রমিক জীবন উৎসর্গ করেছিলেন। এর পর থেকে বিশ্বে অত্যন্ত মর্যাদার সহিত এ দিনটি পালন হয়ে আসছে। প্রিয় নবী হযরত মুহম্মদ (সা.) বলেছেন, ‘শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক দিয়ে দাও। ’ (ইবনে মাজাহ। আজকের এই মহান দিনে আমার নির্বাচনী এলাকা হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) এর মালিক-শ্রমিকসহ সারা বিশ্বের শ্রমিকদের অধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করছি।