নিজস্ব প্রতিবেদক : মহান বিজয় দিবস উপলক্ষে দেশের তরে প্রাণ উৎসর্গকারি ৩০ লাখ শহীদ এবং ২লাখ সম্ভ্রম হারানো মা-বোনকে শ্রদ্ধাভরে স্মরণ এবং দেশের সকল অধিবাসীসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত বাংলাভাষাভাষিকে শুভেচ্ছা জানিয়েছেন রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক বাংলাদেশের গভর্নর স্পেশাল এইড, হবিগঞ্জ সেন্ট্রাল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও তরঙ্গ টুয়েন্টিফোর ডটকম এর সম্পাদক মন্ডলীর সভাপতি আলহাজ্ব রেজাউল মোহিত খান।তিনি আরো স্মরণ করেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী, বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতাকে।তিনি বলেন, বুধবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোপধ্বনিতে শুরু হয় বিজয়ের উৎসব ।

কালরাতে সামরিক আক্রমণের পর শোষণ–বঞ্চনার অবসান ঘটাতে ১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে স্বাধীনতার জন্য যে যুদ্ধ শুরু হয়েছিল, তা সফল পরিণতি পায় নয় মাস পর ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে।
তাই ১৬ ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস; বিশ্বের হাতেগোনা যে ক’টি দেশের স্বাধীনতা দিবসের পাশাপাশি বিজয় দিবসের মতো উৎসবের উপলক্ষ রয়েছে, তার একটি বাংলাদেশ। রক্ত দিয়ে কেনা প্রিয় মাতৃভূমি বাংলাদেশের উত্থান কেউ রুখতে পারবে না ইনশা আল্লাহ। জয় বাংলা-জয় হউক বাংলার ১৮ কোটি জনতার।