তরঙ্গ ডেস্ক : লিবিয়ার মরুভূমিতে এক সুদানি পরিবারের আট সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, পথ হারিয়ে ফেলার পর মরুভূমিতেই ক্ষুধা, তৃষ্ণায় তাদের মৃত্যু হয়েছে। ওই পরিবারের পাশে একটি হাতে লেখা ‘উইল’ পাওয়া গেছে বলেও জানিয়েছে তারা।
সোশ্যাল মিডিয়ায় এ ঘটনার ভয়াবহ কয়েকটি ছবি ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গেছে, একটি গাড়ির পাশে কয়েকটি ম’রদেহ পড়ে রয়েছে। কিছু কিছু দেহ বালুর মধ্যে অ’র্ধেক দা’ফন করে রাখা হয়েছে।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, শি’শুসহ ২১ জন একটি টয়োটা সিকুইয়াতে করে যাচ্ছিল। পরে ওই গাড়ি লি’বি’য়ার কুফরা শহরের ৪০০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে পরিত্যক্ত অব’স্থায় পড়ে থাকতে দেখা যায়।
সূত্র : ইয়েনি শাফাক