নিজস্ব প্রতিবেদক : বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বানিয়াচং উপজেলা সদরের ১,২,৩ ও ৪নং ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় ১নং উত্তর-পূর্ব ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উপজেলা সভাপতি হাফেজ সাইদুর রহমান খানের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ মাওলানা মোবারক আলীর সঞ্চালণায় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কাজী মুফতি আতাউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাওলানা তাফাজ্জুল হক, উপদেষ্টা মাওলানা শায়খ শফিকুর রহমান ও মাওলানা আফরোজ আল হাবিব, উপজেলা সহসভাপতি মাওলানা শায়খ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফেজ সাংবাদিক শিব্বির আহমদ আরজু ও সাংগঠনিক সম্পাদক মাওলানা বাহা উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আবু নাসের খান।
এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা মোজাম্মিল হক, প্রচার সম্পাদক হাফেজ মাওলানা আবু সালেহ মিসবাহ ও ও সদস্য ক্বারী ইব্রাহিম বিশ্বাস।
সভায় ১নং ইউনিয়নের দায়িত্বশীলগণ হচ্ছেন, হাফেজ সাবাজুল হাসান সভাপতি, মাওলানা আব্দুল আলীম ও মাওলানা আব্দুল বারী সহসভাপতি, মাওলানা আজিজুর রহমান সাধারণ সম্পাদক, মাওলানা আবুল হোসেন সহ-সাধারণ সম্পাদক, মাওলানা জাবির আহমদ সাংগঠনিক সম্পাদক, মাওলানা মুসলেহ উদ্দিন প্রচার সম্পাদক,
মাওলানা আবুল মঈন লস্কর কোষাধ্যক্ষ, ২নং ইউনিয়ন : মাওলানা খলিলুর রহমান সভাপতি, নোমান চৌধুরী সাধারণ সম্পাদক, আজহারুল ইসলাম প্রচার সম্পাদক, খালিদ মিয়া কোষাধ্যক্ষ, ৩নং ইউনিয়ন : হাফেজ মাওলানা আলাউদ্দিন সভাপতি, মাওলানা আতাউর রহমান সাধারণ সম্পাদক, সাইফুল ইসলাম সহ-সাধারণ সম্পাদক, মাওলানা মোশাররফ আহমদ সাংগঠনিক সম্পাদক,
মুফতি ওমর ফারুক কোষাধ্যক্ষ, ৪নং ইউনিয়ন : হাফেজ হাফিজুর রহমান সভাপতি, মোঃ আজাদ মিয়া সহ-সভাপতি, সাফুল ইসলাম সুরুজ সাধারণ সম্পাদক, হাফেজ মাওলানা ফখরুদ্দিন সাংগঠনিক সম্পাদক, হাফেজ কিম্মত আলী প্রচার সম্পাদক, আব্দুল মালেক কোষাধ্যক্ষ ও মাওলানা মিসবাহ উদ্দিন ক্রীড়া সম্পাদক।
প্রধান অতিথির বক্তব্যে কাজী মুফতি আতাউর রহমান বলেন, শিক্ষকদের যে কোন পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকতে হবে। আর এর মাধ্যম হচ্ছে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ। পরিষদের নেতৃবৃন্দের মাধ্যমে সরকারের উচ্চ পর্যায়ে যেভাবে যোগাযোগ স্থাপন হচ্ছে আশা করা যায় সময়ের প্রেক্ষিতে প্রকল্পটি রাজস্বসহ বেতন বৃদ্ধি করা হবে।