শিব্বির আহমদ আরজু ।। বাংলাদেশ মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ হবিগঞ্জ পৌর কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় হবিগঞ্জ কোর্ট জামে মসজিদে মাওলানা মুফতি জুবায়ের আহমদ এর সভাপতিত্বে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, বাল্য বিবাহ প্রতিরোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষ্যে আলোচনা সভা ও পৌর কমিটি গঠন করা হয়। সর্ব সম্মতিক্রমে মুফতি জুবায়ের আহমদ সভাপতি, মুফতি নাছির উদ্দিন খান সাধারণ সম্পাদক ও মুফতি আবু হুরায়রা মাছুমকে কোষাধ্যক্ষ করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ হবিগঞ্জের জেলা সভাপতি মাওলানা আবু তৈয়ব মোজাহিদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক মাওলানা তাফাজ্জুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোজাহিদ আহমদ মানিক, কোষাধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান, সহসাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুস সালাম ও হবিগঞ্জ সদর উপজেলা সাধারণ সম্পাদক নায়েব হোসেন প্রমুখ ।
বক্তাগণ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত শিক্ষকদের রাজস্ব খাতে নিতে সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন।