নিজস্ব প্রতিবেদক : গতকাল মঙ্গলবার (২৩ অক্টোবর) ভৈরবে ২টি ট্রেনের সংঘর্ষে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছে সামাজিক সংগঠন ‘বানিয়াচং ইসলামি নাগরিক ফোরাম’। মঙ্গলবার (২৪ অক্টোবর) সংবাদপত্রে এক বিবৃতিতে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করেছেন ফোরামের সভাপতি অ্যাডভোকেট মাওলানা শেখ শোয়াইব আহমদ, নির্বাহী সভাপতি মাওলানা শায়খ সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাওলানা আবুল কাশেম।
এ মর্মান্তিক ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচার, নিহত এবং আহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন নেতৃবৃন্দ। এসব ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সেদিকেও কঠোর নজর রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানানো হয়েছে।