মোঃ নজরুল ইসলাম খান :
২০০১-২০০৮ পর্যন্ত বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হিসাবে কর্মরত ছিলাম। বিশ্রাম বাদে পুরোটা সময় শিক্ষার্থীদের জন্য ব্যয় করার চেষ্টা করেছি । শেখানোর আগে নিজে শিখেছি। সরকারি- বেসরকারি বিভিন্ন পর্যায়ে স্বল্পমেয়াদি প্রশিক্ষণে নিজেকে শাণিত করার সুযোগ হয়েছিল। এসব প্রশিক্ষণে শিক্ষার্থী, বিশেষজ্ঞ প্রশিক্ষকের সাথে আলোচনায় আমার কাছে মনে হয়েছে একজন শিক্ষার্থীর মধ্যে নিম্নের বৈশিষ্ট্য গুলি থাকা আবশ্যক।
(১) শিক্ষার্থী নিয়মিত স্কুলে যাবে, (২) সময়মতো নিজের কাজ করবে, (৩) মূল পাঠ্য বইকে প্রাধান্য দিবে, (৪) সকল পাঠ্য বিষয়কে সমান গুরুত্ব দিবে ,(৫) সদা- সর্বদা সত্য কথা বলবে, (৬) স্ব-ধর্ম পালন করবে, পাশাপাশি অন্য ধর্মকে সম্মান করবে, (৭) দেশ,সমাজ ও পৃথিবী সম্পর্কে সচেতন থাকবে, (৮) বড়দেরকে মান্য করবে, ছোটদের স্নেহ করবে, (৯) কারো সাথে কখনো বেআদবী করবে না, (১০) খেলা-ধূলাসহ সৃজনশীল কাজে নিজেকে সম্পৃক্ত রাখবে, (১১) শ্রেণীকক্ষে শিক্ষককে প্রশ্ন করবে,(১২) নিজে যা বুঝে অন্য শিক্ষার্থীকে তা বুঝানোর সামর্থ্য রাখবে, ( ১৩) কোন সমস্যায় পড়লে সমাধানের উপায় বের করার চেষ্টা করবে।
এগুলো সকল পর্যায়ের বিশেষ করে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বেশী প্রযোজ্য। চিন্তাবিদগণ হয়তো আরো যোগ করতে পারেন কিন্তু আমি মনে করি এগুলো মৌলিক। যদি কোন শিক্ষার্থী বিষয়গুলো আন্তরিকভাবে মেনে চলে তবে সে ভালো শিক্ষার্থীর পাশাপাশি উন্নত জীবনের দিকে অবশ্যই ধাবিত হবে। সুন্দর আগামীর প্রত্যাশা।
লেখক : আইনজীবী, হবিগঞ্জ জজকোর্ট ।