শেখ মোঃ আলমগীর, বানিয়াচং থেকে : হবিগঞ্জের বানিয়াচংয়ে বিভিন্ন অঞ্চলের বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে ভলান্টারী সার্ভিস টিম ও আল-খলীল। মঙ্গলবার ( ১১ আগস্ট) সকাল ১০ টায় নৌকা যোগে আল খলীল ও বানিয়াচং ভলান্টারী সার্ভিস টিম এর যৌথ উদ্যোগে বানিয়াচংয়ের প্রত্যন্ত অঞ্চল ৫নং ইউনিয়ন দৌলতপুর ও মার্কুলীতে অবস্থানরত অসহায় বন্যার্ত মানুষের মাঝে ভলান্টারী সার্ভিস টিমের সদস্যবৃন্দ এবং টিম প্রধান বিশিষ্ট লেখক ও গবেষক প্রিন্সিপাল মাওলানা আব্দাল হোসেন খান ত্রাণ বিতরণ করেন। এ সময় আল-খলীল ইউ-কে এর পক্ষে উপস্থিত ছিলেন মাওলানা শফিকুর রহমান ও মাওলানা মুসলেহ উদ্দিন।

এছাড়াও ভলান্টারী সার্ভিস টিম বানিয়াচং এর পক্ষে উপস্থিত ছিলেন মাওলানা মশিউর রহমান,মাওলানা জাফর আহমদ সিরাজী, মাওলানা জিয়াউল হক খান, বিশিষ্ট সমাজ সেবক মাহমুদ বিশ্বাস, মুহাম্মদ হাফিজ উদ্দিন খা, মুফতি মোবাশ্বির আহমদ, মাওলানা মোবাশ্বির আহমদ, মাওলানা আমীন উদ্দীন খান, মাওলানা আহমদুল হক, মাওলানা শেখ মিজানুর রহমান, মাওলানা আবুল আহমদ প্রমুখ।
এ বিষয়ে টিম প্রধান প্রিন্সিপাল মাওলানা আব্দাল হোসেন খান বলেন, আমরা ভলান্টারী সার্ভিস টিম বানিয়াচংয়ের সকল সদস্যকে নিয়ে যে কোন দুর্যোগে মানুষের সেবায় নিয়োজিত থাকবো ইনশা আল্লাহ্। তিনি আরো বলেন, আল-খলীলসহ যারা আমাদের এ ত্রাণ বিতরণে সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকের প্রতি রইলো আন্তরিক মোবারকবাদ । তিনি আশা ব্যাক্ত করেন যে, আমাদরে এই কার্যক্রমে ভবিষ্যতেও দেশ বিদেশের হিতাকাঙ্খিগণ এগিয়ে আসবেন।