নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক আইনমন্ত্রী ও উপ রাষ্ট্রপতি ব্যারিস্টার মওদুদ আহমদ আর নেই।
মঙ্গলবার (১৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মহা সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৮১) বছর।
তিনি কিডনি ও ফুসফুসের জটিলতাসহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। গত ১ ফেব্রুয়ারি থেকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন।