আবুল কালাম আজাদ, যুক্তরাজ্য থেকে : যুক্তরাজ্যে দ্বিতীয়বারের ন্যায় লকডাউন ঘোষণা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। আগামী বৃহস্পতিবার থেকে লকডাউন কার্যকর হবে। তবে শিক্ষা প্রতিষ্ঠান যথারীতি খোলা থাকবে। সংবাদ সম্মেলনে বরিস জনসন বলেন, করোনা সংক্রমন বৃদ্ধি পেতে থাকায় লকডাউন ঘোষণা করা ছাড়া আর কোন বিকল্প ছিল না।

তিনি বলেন, মেডিকেল ও নৈতিক বিপর্যয় থেকে এনএইচএস কে রক্ষা করতেই এ সিদ্ধান্ত। তিনি মনে করেন, এর ফলে আগামী ক্রিসমাস ‘খুব আলাদা’ হবে এবং পরিবারগুলো জড়ো হতে পারবেন। বৃহস্পতিবার থেকে অপ্রয়োজনীয় পণ্যের দোকান, রেস্টুরেন্ট ও পাব ২ ডিসেম্বর পর্যন্ত বন্ধ রাখতে হবে। তবে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি চালু থাকবে। ২ ডিসেম্বরের পর আবারো টায়ার সিস্টেমে ফিরে আসবে যুক্তরােজ্যে। বরিস জনসন আশা করেন, বড়দিন সবাই মিলে উদযাপন করতে পারবেন।