স্টাফ রিপোর্টার : বানিয়াচংয়ে বিসিসি প্লেয়ার হান্ট চ্যাম্পিয়নশিপ -২০২২ টুর্নামেন্টে রুবেল একাদশকে হারিয়ে ফাইনালে উন্নীত হয়েছে কাজল একাদশ। বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল ১০ টায় এ খেলা অনুষ্ঠিত হয়।
টস জিতে প্রথমে ব্যাট করে রুবেল একাদশ ২৫ ওভারে ব্যাটিং বিপর্যয়ে পড়ে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৭৪ রান সংগ্রহ করে।সুমেল দলের পক্ষে সর্বোচ্চ ২২ রান করেন।এছাড়াও মুর্শেদ ১৫,হেলাল ১১ ও নিজাম ১০ রান করেন।কাজল একাদশের ইনফর্ম অলরাউন্ডার শহীদ ৫টি ও আরেক তারকা বোলিং অলরাউন্ডার সাদেক ৪টি উইকেট লাভ করেন।
জবাবে কাজল একাদশ মাত্র ৮.২ ওভারে ১০ উইকেটের সহজ জয় পায়।কাজল একাদশের অধিনায়ক জয় ৩৪ ও মিশু ৩৫ রানে অপরাজিত থেকে সহজেই দলকে জয়ের কাংখিত লক্ষ্যে পৌঁছে দেন।
রুবেল একাদশের টপ অর্ডারের গুরুত্বপূর্ণ ৫টি উইকেট নিয়ে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন মোহাম্মদ শহীদ মিয়া।
৪নং দক্ষিন-পশ্চিম ইউনিয়নের কাজল একাদশ একমাত্র দল হিসেবে অপরাজিত থেকে ফাইনালে উন্নীত হয়েছে। ফাইনালে তাদের প্রতিপক্ষ আজকের গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে কাজল একাদশের কাছে ১০ উইকেটে পরাজিত দল রুবেল একাদশ।
মাঠে উপস্থিত থেকে শহীদকে সেরা খেলোয়াড়ের পুরস্কার তুলে দেন বিসিসি’র সভাপতি মনিরুল আলম ইকবাল হোসেন খান, বিসিসি’র সাবেক খেলোয়াড় অপু ভট্টাচার্য,বিসিসি’র সম্মানিত সদস্য মোঃ আবুল কাশেম ও কোষাধ্যক্ষ আকবর আখঞ্জী জুনেদ।
আম্পায়ার ছিলেন বিসিসি’র কোষাধ্যক্ষ ও শিক্ষক আকবর আখঞ্জী জুনেদ এবং বিসিসি’র তথ্য ও প্রচার সম্পাদক এবং সমাজসেবা অধিদফতরের সমাজকর্মী সৈয়দ সুহেল রানা।
স্কোরার হিসেবে ছিলেন নয়ন মিয়া।ম্যাচ রেফারি ছিলেন মোঃ আবুল কাশেম।
এছাড়াও মাঠে উপস্থিত থেকে খেলা পর্যবেক্ষণ করেন বিসিসি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও টুর্নামেন্টের নির্বাচক প্যানেলের অন্যতম সদস্য শিব্বির আহমদ আরজু।