ইমতিয়াজ আহমেদ লিলু , হবিগঞ্জ থেকে: হবিগঞ্জের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। রবিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় দুর্গাপূজা-২০২০ উদযাপন উপলক্ষে শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও মাস্ক বিতরণ করেন তিনি। সেখানে তিনি স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেন এবং পূজার সার্বিক পরিস্হিতির উপর খোজ খবর নেন ও দিক নির্দেশনা দেন।

এসময় শহরের কালিমন্দির সহ বিভিন্ন মন্দিরে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়। সবাইকে সরকারি নির্দেশনা মাস্ক ব্যবহারসহ পূজা পালন করার জন্য বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাখাওয়াত হোসেন রুবেল ও এনডিসি শাহ জহুরুল হোসেন।