মুজাহিদ আহমদ : ছেলেটির নাম তালহা, বয়স মাত্র ৬।
উদ্বেগ-উৎকন্ঠায় তালহার পরিবার। তাদের আদরের ৬ বছরের শিশু মরণব্যধি ক্যান্সারে আক্রান্ত ।
নিম্ন বিত্তের বাবার পক্ষে কিভাবে সম্ভব ছেলের চিকিৎসা চালানো ?
তালহার পিতা মোঃ আব্দুন নূর একজন সাধারণ চাকুরিজীবী।
সদাহাস্যজ্বল লোকটি একজন সমাজকর্মী, পরোপকারী, স্বেচ্ছায় রক্তদাতা, একটি মসজিদ কমিটির সেক্রেটারি ও একটি মাদ্রাসার প্রতিষ্ঠাতা। চমৎকার ব্যক্তিত্বসম্পন্ন একজন ভালো মানুষ। বাড়ি হবিগঞ্জ সদরের পৈল গ্রামে।
তালহার চিকিৎসা করার জন্য কয়েক লক্ষ টাকার প্রয়োজন।
কয়েকমাস যাবত চিকিৎসা করে বর্তমানে তার পারিবারিক আর্থিক অবস্থা ভালো নয়। তাই হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম উদ্যোগ নিয়েছে তালহার চিকিৎসার জন্য একটি আর্থিক তহবিল গঠন করার। যার নাম দিয়েছি (শিশু তালহার চিকিৎসায় আমরা)। সংগৃহীত তহবিলের মাধ্যমে তালহার চিকিৎসার ব্যয় সম্পাদন করা হবে।
সমাজে আমরা যারা আর্থিক দিক থেকে স্বচ্ছল আছি তারা ইচ্ছে করলেই বিন্দু বিন্দু আর্থিক সহযোগিতার মাধ্যমে তালহার পাশে দাঁড়াতে পারি। আপনার, আমার সামান্য সহযোগিতায় বেঁচে যেতে পারে ফুট ফুটে একটি শিশু। মা-বাবা ফিরে পেতে পারেন তাঁদের কলিজার টুকরা সন্তান তালহাকে। যে বয়সে অন্যান্য শিশুরা আঙ্গিণায় সাথীদের সাথে খেলা করছে, সর্বক্ষণ মাতিয়ে রাখছে পরিবারকে, সেই অবস্থায় শিশু তালহা ঢাকার একটি মেডিক্যালে কেমো দিচ্ছে। চাতক পাখির ন্যায় আশায় রয়েছেন পিতা ও মাতা তাদের নাড়ি ছেড়া ধন তালহা আবারও সুস্থ হয়ে কোলে ফিরে আসবে। আসুন না, সেই ফুট ফুটে শিশু তালহাকে নিজের সন্তান মনে করে পাশে দাঁড়াই।
আর্থিক সহযোগিতার জন্য নিম্নের ব্যাংক একাউন্ট অথবা বিকাশ ও রকেটের মাধ্যমে টাকা পাঠাতে পারেন।
মোঃ আব্দুন নূর
সঞ্চয়ী হিসাব নংঃ ০০৫৫০৩১০০০০১৪২
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড
হবিগঞ্জ শাখা।
বিকাশ নম্বরঃ
01723326736( পার্সোনাল )
01727202082 ( পার্সোনাল )
01717568280 ( পার্সোনাল )
রকেট নম্বরঃ
017233267365( পার্সোনাল )
নগদ নাম্বারঃ
01723326736( পার্সোনাল )