মানবসেবার যে সুযোগ চিকিৎসক হওয়ায় পেয়েছি, তার সর্বোচ্চ সুযোগ ছিল বানিয়াচং পদায়ন হওয়ায়। এক ঝাঁক নিবেদিতপ্রাণ কর্মীদের নিয়ে আমরা যথাসাধ্য চেস্টা করেছি, কতটুকু সফল হয়েছি জানি না।চলার পথে যাঁর সার্বক্ষণিক সহযোগিতা আমাদের অনুপ্রানিত করেছে, সাহস যুগিয়েছে, উৎসাহ দিয়েছে তিনি হলেন মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খান।আমরা ভাগ্যবান, এমন একজন অভিভাবক পেয়েছি। উনার জন্য আজীবনের শ্রদ্ধা থাকল। আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী মহোদয়কে, ধন্যবাদ জানাচ্ছি সাবেক নির্বাহি অফিসার মোঃ মামুন খন্দকার মহোদয়কে, বর্তমান নির্বাহী অফিসার মাসুদ রানা মহোদয়কে।

আরও ধন্যবাদ দিচ্ছি ভাইস চেয়ারম্যান ফারুক আমীন ও হাসিনা আক্তার মহোদয়কে। সকল অফিসার, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি, সাংবাদিকবৃন্দসহ বানিয়াচং এর সকল শ্রেণিপেশার লোকজনের জন্য অশেষ কৃতজ্ঞতা যাদের সহযোগিতা সবসময় ছিল। আমার সহকর্মীবৃন্দ যারা অক্লান্ত পরিশ্রম করছেন বানিয়াচং বাসীর স্বাস্থ্য সেবা নিশ্চিতে। তাদের জন্য রইল অসীম ভালবাসা। বানিয়াচং, বানিয়াচং এর মানুষের জন্য ভালবাসা থাকবে আজীবন। আমার ভুলগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই- এই প্রার্থনা।
# বাানয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সদ্য বিদায়ী ইউএইচও আবুলহাদী মোহাম্মদ শাহপরাণ’র ফেইসবুক থেকে সংগৃহিত।