মো. সাহিদুর রহমান : জাতীয়তাবাদী দল ( বিএনপির) করোনা ভাইরাস কোভিট-১৯ পরিস্থিতি পর্যবেক্ষণ সেল এর সিলেট বিভাগের আহবায়ক নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন ও ১নং সদস্য হয়েছেন সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব জি.কে গউছ। বুধবার ২৭ মে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুক তাঁদের উপর এ দায়িত্ব অর্পণ করেন। কোভিট- ১৯ পরিস্থিতি পর্যবেক্ষণ সেল এর কার্যক্রম হচ্ছে, সরকারি-বেসরকারিসহ সকল কার্যক্রম এ কমিটি পর্যবেক্ষণ করবে। উপজেলার রিপোর্ট জেলায়, জেলার রিপোর্ট বিভাগে এবং বিভাগের রিপোর্ট সরাসরি কেন্দ্রীয় সেলে পৌঁছাতে হবে। এ ব্যাপারে বানিয়াচং উপজেলা বিএনপির আহবায়ক মো. লুৎফুর রহমান জানান, করোনা ভাইরাস কোভিট-১৯ পরিস্থিতি পর্যবেক্ষণ সেল এর সিলেট বিভাগের আহবায়ক হিসেবে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক ডা. সাখাওয়াত হাসান জীবন এবং ১নং সদস্য হিসেবে কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার ৩ বারের সফল মেয়র আলহাজ্ব জি. কে গউছ নির্বাচিত হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত ও গৌরবান্বিত। তাঁদেরকে উপজেলা বিএনপির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি এ কমিটির মাধ্যমে করোনা ভাইরাস এর ক্ষয়-ক্ষতির পরিমাণ সঠিকভাবে দেশবাসীর সামনে উপস্থাপন করা হবে।
সংবাদ শিরোনাম ::
বিএনপির কোভিট-১৯ পর্যবেক্ষণ সেল সিলেট এর আহবায়ক ডা. জীবন ও গউছ ১নং সদস্য
-
তরঙ্গ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ১১:৫৯:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২০
- ৫০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ