আলহাদী, বানিয়াচং : বানিয়াচং ছাত্রদলের সাবেক নেতাদের উদ্যোগে এবং বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবনের অর্থায়নে উপজেলা সদরস্থ বড় বাজারে আগত জনসাধারণের ব্যবহারের জন্য হাত ধোয়ার ব্যাসিন প্রদান করা হয়েছে।
বুধবার ( ১লা জুলাই) দুপুরে শাহজালাল মার্কেটে এ ব্যাসিন স্থাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ও বানিয়াচং উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন, উপজেলা ছাত্রদলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক সাহিদুর রহমান, সাবেক যুগ্ম আহবায়ক দিলোয়ার হোসেন, জেলা ছাত্রদলের সদস্য শেখ সোয়েম ও কবির আহমেদ, জনাব আলী কলেজ ছাত্রদল এর সাবেক আহবায়ক ফজলে হাসান রুমন, আবুতাহের, বানিয়াচং উপজেলা ছাত্রদল নেতা মাহমুদুল হাসান মামুন, জনাব আলী কলেজ ছাত্রদল নেতা তোফাজ্জুল আহমেদ, নাঈম খাঁন ও জুয়েল আহমেদ প্রমুখ।