কাজী মাহমুদুল হক সুজন: বাহুবল উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরকারি খাস খতিয়ানের পুকুর চিহ্নিতকরণ, অবৈধ দখল উদ্ধার ও খাস জমি আদায় অভিযান অব্যাহত রেখেছে বাহুবল উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৮ জুন)পাঁচ ঘণ্টাব্যাপী উপজেলার মিরপুর ইউনিয়নের তিতারকোনা ও জয়পুর মৌজার ৪টি সরকারি খাস খতিয়ানের পুকুরের অবৈধ দখল উদ্ধার ও খাস আদায় অভিযান পরিচালনা করা হয়। এ ছাড়া চলিতাতলায় বারবার সরকারি নির্দেশ অমান্য করে নির্দিষ্ট সময়ের পরও দোকান খোলা রেখে ব্যবসা চালু রাখায় এক ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
দণ্ডাদেশটি প্রদান করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল। একই সাথে মিরপুর বাজার ও বাহুবল বাজার কঠোরভাবে তদারকি ও নজরদারি করা হয়। এ সময় বাহুবল মডেল থানা পুলিশ উপস্থিত থেকে সহযোগিতা করেন। অভিযান অব্যহত থাকবে বলে সহকারি কমিশনার (ভূমি) খৃষ্টফার হিমেল রিছিল জানান।