নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে সরকারি জায়গা থেকে গাছ কেটে ট্রাক্টরযোগে পাচারের সময় গাছ বোঝাই ট্রাক্টরসহ ১জনকে আটক করেছে উপজেলা প্রশাসন। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৭জুলাই) বিকাল সাড়ে ৪টায় হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ফয়জাবাদ মৌজার, ফয়জাবাদ চা বাগানের নিকট হতে ১নং খাস খতিয়ানের জে এল নং ৮৭ জায়গা থেকে গাছ কেটে শাহীন নামের এক ব্যক্তি এসব গাছ ট্রাক্টরযোগে পাচার করে নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গাছ বেঝাই ট্রাক্টর জব্ধ ও ১ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। গাছ বোঝাই ট্রাক্টর জব্ধ করে ৭নং ভাদেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান এর জিম্মায় রাখা হয়েছে। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুদার ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) খ্রিষ্টফার হিমেল রিচিল। এ ব্যাপারে উপজেলা সহকারি কমিশনার (ভুৃমি) খ্রিষ্টফার হিমেল রিচিলের নিকট জানতে চাইলে তিনি সত্যতা স্বীকার করে বলেন, আমরা গাছ বোঝাই ট্রাক্টরসহ ১জনকে আটক করেছি। ট্রাক্টরটি জব্ধ করে চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে। আটককৃত ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে।
সংবাদ শিরোনাম ::
বাহুবলে সরকারি গাছ কেটে পাচারের সময় ট্রাক্টরসহ ১জন আটক
-
তরঙ্গ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ১১:৩৯:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০
- ১৩৬ বার পড়া হয়েছে
ট্যাগস