কাজী মাহমুদুল হক সুজন : হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। শুক্রবার ( ১৭ জুলাই) বিকালে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মাস্ক না পরায় এবং যথাযথ স্বাস্থ্যবিধি না মানায় সাতটি মামলায় মোট ৩ হাজার ৮ শ’ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে একই এলাকায় মাস্ক না পরায় এবং যথাযথ স্বাস্থ্যবিধি না মানায় ৯টি মামলায় মোট ৪ হাজার ২ শ’ টাকা জরিমানা করা হয়। দণ্ডাদেশগুলো প্রদান করেন বাহুবল এর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল। এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা তালুকদার।
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা আদায়
-
তরঙ্গ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ০৫:১৯:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২০
- ১৪০ বার পড়া হয়েছে
ট্যাগস