কাজী মাহমুদুল হক সুজন : হবিগঞ্জের বাহুবলে শিকারীকে আটক করে মুক্ত আকাশে জব্দকৃত পাখি অবমুক্ত করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা তালুকদার। রোববার (৩ জানুয়ারি) বেলা আড়াইটায় শিকারীকে পাখিসহ আটক করা হয়।

উপজেলার পুটিজুরি ইউনিয়নের কল্যাণপুর গ্রামের মস্তফা মিয়ার ছেলে রনি আহমেদকে পাখি বিক্রিকালে আটক করে পুলিশ। পরে ভ্রামামাণ আদালত এর মাধ্যমে বন্য প্রাণী সংরক্ষণ আইন- ২০১২ অনুযায়ী তাকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন বাহুবল মডেল থানা এবং বন বিভাগ। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা তালুকদার।