কাজী মাহমুদুল হক সুজন : হবিগঞ্জের বাহুবলে -দাঙ্গা হাঙ্গামা প্রতিরোধে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। শনিবার (৩০ মে) (বাহুবল-নবীগঞ্জ) সার্কেল এর এএসপি পারভেজ আলম চৌধুরীর নেতৃত্বে উপজেলার বেড়াখাল ও অলুয়া গ্রাম থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। দুপুর থেকে বিকাল পর্যন্ত চলে দেশীয় অস্ত্র উদ্ধার অভিযান।
এএসপি পারভেজ আলম চৌধুরীকে সহযোগিতা করেন বাহুবল মডেল থানার একদল পুলিশ। অভিযান অব্যাহত থাকবে বলে জানান এএসপি পারভেজ আলম চৌধুরী।