বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার পূর্ব জয়পুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও তাঁর পুত্রকে কুপিয়ে রক্তাক্ত করলেন উপজেলা তাঁতীলীগের আহ্বায়ক রাসেল মিয়া ও তার লোকজন। ঘটনাটি ঘটেছে সোমবার (২৯ জুন) দুপুর ১টার দিকে। এ ব্যাপারে আহত মুক্তিযোদ্ধা বাদী হয়ে মঙ্গলবার দুপুরে রাসেল মিয়াসহ ৩ জনের বিরুদ্ধে বাহুবল মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পূর্ব জয়পুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত আকবর আলীর পুত্র বীর মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ ফিরোজ মিয়ার সাথে প্রতিবেশি মৃত জাফর আলীর পুত্র বাহুবল উপজেলা তাঁতী লীগের আহ্বায়ক রাসেল মিয়ার বিরোধ চলে আসছিল। ঘটনার দিন দুপুর ১টার দিকে মুক্তিযোদ্ধা শেখ ফিরোজ মিয়ার পুত্র ফয়সল মিয়া তাদের পুরাতন বাড়িটি দেখতে যায়।
এ সময় রাসেল মিয়ার নেতৃত্বে তার ভাই ফারুক মিয়া ও আলকাছ মিয়া ও সুমনসহ ৫-৬ জন ব্যক্তি ধারালো অস্ত্র-শস্ত্র নিয়ে ফয়সলের উপর হামলা চালায়। ফয়সল মিয়া হামলার শিকার হয়ে শোর-চিৎকার শুরু করলে তার পিতা মুক্তিযোদ্ধা শেখ ফিরোজ মিয়াসহ লোকজন এগিয়ে যান। এ সময় হামলাকারীরা মুক্তিযোদ্ধাকেও পিটিয়ে আহত করে। গুরুত্বর আহত অবস্থায় স্থানীয় লোকজন পিতা পুত্রকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এব্যাপারে মুক্তিযোদ্ধা শেখ ফিরোজ মিয়া বাদী হয়ে রাসেল মিয়াকে প্রধান আসামী করে ৩ জনের বিরুদ্ধে বাহুবল মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এব্যাপারে বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আলমগীর কবির অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, তদন্ত সাপেক্ষে আইনানোগ ব্যবস্থা গ্রহণ করা হবে।