কাজী মাহমুদুল হক সুজন : হবিগঞ্জের বাহুবলের হাফিজপুর গ্রামের বাসিন্দা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মৃত আমিনুল ইসলাম ফরিদ (৫৫) করোনা পজেটিভ ছিলেন। মঙ্গলবার রাতে সিলেটের ল্যাব থেকে প্রাপ্ত রিপোর্টের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন বাহুবল উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. বাবুল কুমার দাশ। তিনি বলেন, করোনা পজেটিভ হিসেবে আমিনুল ইসলাম এ উপজেলায় প্রথম মারা যাওয়া ব্যক্তি। মৃত আমিনুল ইসলাম ফরিদ-এর স্যাম্পুল গত ১৮ জুলাই সংগ্রহ করা হয়েছিল। তিনি সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মঙ্গলবার সকাল ১১টায় স্থানীয় হাফিজপুর মহিলা মাদরাসা মাঠে জানাজা শেষে তার দাফন সম্পন্ন করা হয়। মৃত আমিনুল ইসলাম উপজেলার গোলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ছিলেন। তিনি দীর্ঘদিন যাবত ব্লাড ক্যান্সারে ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
সংবাদ শিরোনাম ::
বাহুবলে করোনায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের মৃত্যু
-
তরঙ্গ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ০৬:২৭:১২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০
- ১৪৫ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ