মখলিছ মিয়া ॥ বানিয়াচঙ্গে ১দিনের ব্যবধানে আরো ১জন মাদকসেবী ও মাদক বিক্রেতাকে ৩মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বুধবার (১৭ জুন) সকালে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি)ইফফাত আরা জামান উর্মি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় চিড়াকান্দি গ্রামের রাধিকা রঞ্জন দাস এর ছেলে ঝলক দাসকে ৩মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। পরে পুলিশ স্কটের মাধ্যমে সাজাপ্রাপ্ত আসামী ঝলককে জেল হাজতে প্রেরণ করা হয়। উল্লেখ্য, গত মঙ্গলবার একই অপরাধের দায়ে বানিয়াচং সদরের আরো ২জন মাদকসেবী ও মাদক বিক্রেতাকে ৩ মাসের কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি)ইফফাত আরা জামান উর্মি। এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মাদক এর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে পুলিশ মাঠে কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে কাউকে নূন্যতম ছাড় দেয়া হবে না বলেও কঠোর হুশিয়ারি প্রদান করেন। মাদক বিরোধী অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গে আরো ১জন মাদক সেবীর ৩মাসের সাজা ॥ এ অভিযান চলমান থাকবে-ওসি এমরান হোসেন
-
তরঙ্গ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ১১:৩৩:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২০
- ১১৪ বার পড়া হয়েছে
ট্যাগস