মখলিছ মিয়া : বানিয়াচঙ্গের ইকরাম বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক অপরাধীকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। দন্ডপ্রাপ্ত মানিক মিয়া ইকরাম গ্রামের মৃত মহরম আলীর ছেলে। ভ্রাম্যমাণ আদালত চলাকালে তার বিরুদ্ধে তার মা নিজে সাক্ষ্য প্রদান করেন। মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফফাত আরা জামান উর্মি। বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধা ৬টার সময় উপজেলার ইকরাম গ্রামে মাদকদ্রব্য সেবন এবং মাদক রাখার অপরাধে মহরম আলীর পুত্র মানিক মিয়া(২০) কে গ্রেফতার করে পুলিশ। পরে তাৎক্ষণিক এলাকার জনতার সামনে সহকারী কমিশনার(ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফফাত আরা জামান উর্মি ভ্রাম্যমাণ আদালতে অপরাধীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯(১)গ ধারা লঙ্ঘন করায় আসামীকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন বানিয়াচং থানার এস আই (নিঃ) সোহেল আহম্মেদ এবং সুজাতপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ধ্রুবেশ চক্রবর্ত্তীসহ সঙ্গীয় ফোর্স।
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গে মায়ের সাক্ষীতে ছেলের কারাদন্ড
-
তরঙ্গ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ০৫:১৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০
- ৫১ বার পড়া হয়েছে
ট্যাগস