দিলোয়ার হোসাইন,বানিয়াচ : বানিয়াচং উপজেলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় উন্মুক্ত ভাবে বয়স্ক,বিধবা,প্রতিবন্ধি ভাতা প্রত্যাশীদের কাছ থেকে সরাসরি আবেদন গ্রহণ শুরু হয়েছে। পুরুষদের বয়স সর্বনিম্ন-৬৫ বছর,মহিলাদের বয়স সর্বনিম্ন-৬৩ বছর।
শনিবার(৬জুন) বানিয়াচং উপজেলা মাঠ প্রাঙ্গণে উপজেলার ১নং ইউ/পির জনসাধারণ দিয়ে এ আবেদন প্রক্রিয়া শুরু করা হয়।
এ ব্যাপারে উপজেলা সমাজ সেবা অফিসার সাইফুল ইসলাম বলেন, প্রত্যাশীদের ভাতা পেতে যেন কোনো ধরণের হয়রানির শিকার হতে না হয় এবং যোগ্যরাই যেন ভাতা পায় সে জন্য উন্মুক্তভাবে আবেদন গ্রহণের কাজ শুরু করা হয়েছে।
তা ছাড়া মাননীয় প্রধানমন্ত্রী ১০০টি উপজেলা শতভাগ ভাতা প্রদান নিশ্চিত করবেন। যদি আমাদের সৌভাগ্য হয় তাহলে আমাদের বানিয়াচং উপজেলাও আসতে পারে।এই লক্ষ্যে ভাতা প্রত্যাশী সবার আইডি কার্ড সংগ্রহ করা হয়েছে যেন বড় ধরণের অপেক্ষমান তালিকা তৈরি করা যায়।
ক্রমান্বয়ে প্রত্যেক ইউনিয়নের আবেদন গ্রহণ করা হবে। আবেদন গ্রহণ শেষ হলে বিভিন্ন যাচাই-বাচাই ও রেনডম সিম্পলিং এর মাধ্যমে যোগ্য যারা তাদেরকে ভাতা দেওয়া হবে।