মখলিছ মিয়া : বানিয়াচঙ্গে প্রেমের প্রলোভন দেখিয়ে আজিমিরীগঞ্জের যুবককে অপহরণ। গভীর রাতে অভিযান চালিয়ে অপহৃত যুবকে উদ্ধার করল পুলিশ। এ ঘটনায় অপহৃত যুবকের পিতা বাদী হয়ে বানিয়াচং থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন। জানা যায়, গত ১১জুন রাত ৮ টার সময় হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ থানার শরীফনগর গ্রামের মোঃ শফিক মিয়া ছেলে আনিসুর রহমান রাম্মিকে (২৪) সাথী নামক একটি মেয়ের মোবাইল ফোনের মাধ্যমে প্রলুব্ধ করে বানিয়াচং থানাধীন ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়ন পরিষদের সামনে এনে ৫/৬জন ব্যক্তি অজ্ঞাত স্থানে অপহরণ করে।পরে তাকে ভয়ভীতি দেখিয়ে তার পিতার নিকট মোবাইল ফোনের মাধ্যমে বিকাশে মুক্তিপণ দাবী করে। ভিকটিমের পিতা শফিক মিয়া দুইবারে ২০ হাজার টাকা বিকাশে দেওয়ার পর তিনি বিষয়টি আজমিরিগঞ্জ থানার অফিসার ইনচার্জকে জানান। আজমিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বিষয়টি বানিয়াচং থানার অফিসার ইনচার্জকে অবহিত করেন এবং বাদীকে বানিয়াচং থানায় প্রেরণ করেন। মুক্তিপণ দাবী করা অজ্ঞাতনামা ব্যক্তিদের দেওয়া বিকাশের নম্বর গুলোর একটি নম্বরের ব্যবহারকারীর নাম শনাক্ত করে তার দেওয়া তথ্যমতে বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ সেলিম এর নেতৃত্বে অফিসার ইনচার্জ এমরান হোসেন, এসআই গৌতম সরকার, শিমুল রায়সহ সঙ্গীয় পুলিশ অভিযান পরিচালনাকালে বানিয়াচং থানাধীন ৪নং ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের নিকটবর্তী মশিউর এর বাড়ির বসত ঘর থেকে ১২ জুন রাত অনুমান ২টার সময় ভিকটিম আনিসুর রহমান রাম্মিকে জিম্মি অবস্থায় উদ্ধার করা হয় । এ সময় ঘটনার সাথে জড়িত থাকার দায়ে মনির হোসেন (২৪), পিতা-মৃত মোক্তাদির হোসেন, সাং-জাতুকর্ণপাড়া (মাইজের মহল্লা), হেলাল মিয়া(২০), পিতা-আশাদুল, সাং-যাত্রাপাশা (কান্দিপাড়া), জাহেদ মিয়া(২০), পিতা-সালা উদ্দিন, সাং-যাত্রাপাশা (কান্দিপাড়া), আলমগীর মিয়া(১৯), পিতা-ধনু মিয়া, সাং-জাতুকর্ণপাড়া(মাইজের মহল্লা) কে গ্রেফতার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে আরও অপর দুইজন আসামী হিফজুর(২৩), পিতা-সামছুদ্দিন, সাং-যাত্রাপাশা(দিঘিরপাড়), মশিউর রহমান(৩৫), পিতা-মঞ্জিল মিয়া, সাং-সাগরদিঘির দক্ষিণপাড় পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামীদের প্রত্যকের নিকট হইতে ১ হাজার-টাকা করে মোট ৪ হাজার টাকা ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উক্ত ঘটনায় অপহৃত ভিকটিম আনিসুর রহমান রাম্মির পিতা শফিক মিয়া বাদী হয়ে উপরে উল্লেখিত আসামীসহ মেঘনা আক্তার সুজনা সাথী (২০), পিতা-ছমেদ মিয়া, উভয় সাং-সাগরদিঘির দক্ষিণপাড়, থানা-বানিয়াচং, জেলা-হবিগঞ্জের বিরুদ্ধে বানিয়াচং থানায় মামলা দায়ের করেন। (মামলা নং-১১, তারিখ-১২/০৬/২০২০ইং, ধারা-৩৬৪/৩৪২/৩২৩/৩৮৬/৩৪ দঃ বিঃ রুজু করিয়া তদন্তভার এসআই/শিমুল রায় এর উপর তদন্তভার অর্পণ করা হয়)।
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গে প্রেমের প্রলোভন দেখিয়ে আজমিরীগঞ্জের যুবককে অপহরণ : অপহৃত যুবককে উদ্ধার করল পুলিশ
-
তরঙ্গ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ০২:৩৪:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২০
- ১০১ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ