নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ৬নং কাগাপাশা ইউনিয়নের হলিমপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়ি ঘরে হামলা,ভাংচুর ও মালামাল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, হলিমপুর গ্রামের তাহের উদ্দিন এর জায়গায় জোর পূর্বক গরুকে গোসল করাতে নিয়ে যায় লতিব উল্লাহ গংদের লোকজন। এ ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের লোকজন গ্রাম্য দাঙ্গায় লিপ্ত হয়। তাহের উদ্দিন গংদের অভিযোগ, লতিব উল্লাহ গংরা তাদের বাড়ি ঘরে ব্যাপক ভাংচুর চালিয়ে খামারের হাঁস,মূল্যবান জিনিসসহ নগদ টাকা পঁয়সা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় তাহের পক্ষের বেশ কয়েকজন লোক গুরুতর আহত হয়ে সিলেটে চিকিৎসাধীন আছেন। এদিকে ঘটনার ৫দিন অতিবাহিত হওয়ার পরও প্রতিপক্ষের লোকজনের ভয়ে ঘর থেকে বাহির যেতে পারছেন না বলে অভিযোগ করেছেন তাহের উদ্দিন পক্ষের লোকজন। আশপাশের কোন দোকানপাট থেকে নিত্যপ্রয়োজনীয় মালামাল পর্যন্ত ক্রয় করতে পারছেন না তারা। আশপাশের দোকানগুলোও বন্ধ করে দেয়া হয়েছে। ন্যায় বিচারের আশায় তারা আইন প্রয়োগকারি সংস্থার সহযোগিতা কামনা করেছেন।
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়ি ঘরে হামলা-ভাংচুর, মালামাল লুট
-
তরঙ্গ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ০৪:৩৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০
- ৩১ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ