মখলিছ মিয়া: হবিগঞ্জের বানিয়াচঙ্গে ছাত্রলীগ নেতা রউফ হত্যা মামলার গ্রেফতারকৃত ২ আসামীর রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ২১ জুলাই চাঞ্চল্যকর ওই হত্যা মামলার গ্রেফতারকৃত আসামী তৈয়ব আলী ও রফিকুল ইসলাম রবির দুই দিন করে আদালত রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জের কোর্ট ইন্সপেক্টর মোঃ আল আমিন। মামলার তদন্তকারী কর্মকর্তা বানিয়াচঙ্গ থানার এস আই আব্দুস ছাত্তার গ্রেফতারকৃত আসামী তৈয়ব আলী ও রবি’র নিকট থেকে পাওয়া গুরুত্বপূর্ণ তথ্য যাচাই-বাছাই, ব্যাপক জিজ্ঞাসাবাদ ও অন্যান্য আসামীদেরকে গ্রেফতার করতে তাদের জন্য আদালতে ৭ দিনের রিমান্ড প্রার্থনা করেন। মঙ্গলবার হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সুলতান উদ্দিন প্রধানের আদালতে রিমান্ড শুনানী অনুষ্ঠিত হয়েছে। রিমান্ড শুনানীতে রাষ্ট পক্ষে ছিলেন কোর্ট ইন্সপেক্টর মোঃ আল আমিন। রাষ্ট্রকে সহযোগিতা ও বাদী পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট শেখ ফরহাদ এলাহী সেতু ও অ্যাডভোকেট মোঃ অলিউর রহমান। উল্লেখ্য,বানিয়াচঙ্গ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন এর দিক নির্দেশনায় এস আই আব্দুস ছাত্তারের নেতৃত্বে একদল পুলিশ নিয়ে আসামী ধরতে অভিযান পরিচালনা করেন। এতে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে গত ১৬ জুলাই বৃহস্পতিবার সকাল প্রায় সাড়ে ৯ টায় মামালার আসামী ও ছাত্রলীগ নেতা নিহত রউফের চাচা তৈয়ব আলী ও রবিকে গ্রেফতার করতে সক্ষম হন পুলিশ। গত শুক্রবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে বানিয়াচঙ্গ থানার ওসি মোহাম্মদ এমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেন। বানিয়াচঙ্গের ছাত্রলীগ নেতা আব্দুর রউফের চাঞ্চল্যকর হত্যার ঘটনায় রউফের মা জরিনা বেগম বাদী হয়ে নিজ গ্রাম বাগাহাতার ৪ জনকে আসামী করে গত ১৬ জুলাই বানিয়াচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গে ছাত্রলীগ নেতা রউফ হত্যা মামলার গ্রেফতারকৃত ২ আসামীর রিমান্ড মঞ্জুর
-
তরঙ্গ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ১২:১৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০
- ১৫ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ