মখলিছ মিয়া ॥ বানিয়াচংয়ে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে বানিয়াচং থানা পুলিশ। ৭নং বড়ইউড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নোয়াগাও গ্রামে গৃহবধুর ঝুলন্ত লাশ দেখে বানিয়াচং থানায় খবর দিলে রোববার সকাল ১০টায় বানিয়াচং থানার এসআই গৌতমসহ একদল পুলিশ নোয়াগাও গ্রামের মৃত আতিক উল্লার ঘরের পেছনে বারান্দা রকম কক্ষ থেকে সুজেনা বেগম (২৩) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৪ বছর পূর্বে জনৈক ওমান প্রবাসী অলিদ মিয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সুজেনা বেগম। বিয়ের ১মাসের মাথায় স্বামী অলিদ মিয়া বিদেশ চলে যান। বিদেশ যাওয়ার পর স্ত্রী সুজেনা বেগমের সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন স্বামী অলিদ মিয়া। এলাকাবাসী জানায়, বিয়ের পর স্বামীর তার খোজ খবর না নেয়ায় চরম হতাশায় দিনাতিপাত করছিলেন সুজেনা বেগম। এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন জানান, ঘটনাটি জানার পরপরই সেখানে পুলিশ প্রেরন করে গৃহবধুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলেও তিনি এ প্রতিনিধিকে অবহিত করেন।
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার
-
তরঙ্গ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ০৩:৪০:১৬ অপরাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১
- ৪১ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ