নিজস্ব প্রতিবেদক : আসছে বানিয়াচং ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাগর দিঘির পশ্চিম পাড়, লামা পাড়া ও এড়ালিয়া পাড়ার বাসিন্দাদের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ মারুফ আহমেদ। বুধবার (২৩ ডিসেম্বর) রাতে নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে এলাকাবাসীর সাথে তিনি মতবিনিময় করেন। এসময় তিনি বলেন, আসছে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয়ভাবে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করছি।

দলীয়ভাবে নৌকা মার্কা নিয়ে আমি নির্বাচন করতে চাই। এ ক্ষেত্রে আপনারাসহ পুরো ৪নং ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন কামনা করি। এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন লামাপাড়া মহল্লার সর্দার মোঃ আবু তালেব মিয়া। এসময় উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ,মুরুব্বী ও যুবকগণ।
উল্লেখ্য, বানিয়াচং উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ মারুফ আহমেদ যাত্রাপাশা ঐতিহ্যবাহী (বড় বাড়ির) অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাবেক ছান্দ সর্দার আলহাজ্ব শেখ ওমর আলীর ছেলে। তিনি দীর্ঘদিন যাবত বাংলাদেশ আওয়ামী যুবলীগের রাজনীতির সাথে জড়িত থাকার পাশাপাশি সামাজ উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।