শিব্বির আহমদ আরজু ॥ হবিগঞ্জের বানিয়াচংয়ে হাওড়ে এক অজ্ঞাতনামা মহিলার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৬৫-৭০ বছর হবে। মঙ্গলবার ২৬ মে সকালে ১৪নং মুরাদপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামের পশ্চিম মির্জাপুর গরচিয়া খালের উত্তর পাড়ে পানির মধ্যে অজ্ঞাতনামা মহিলার মৃতদেহ ভেসে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। বিথঙ্গল ফাঁড়ির আইসি মহিউদ্দিন সেলিম এর নেতৃত্বে একদল পুলিশ সুরতহাল তৈরির পর মৃতদেহ উদ্ধার করে পোস্ট মর্ডেমের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন জানান, অজ্ঞাতনামা মৃতদেহের ফিঙ্গারপ্রিন্ট করা হবে। সেই সাথে মৃতদেহের পরিচয় সনাক্তের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেওয়াসহ সব থানায় অবহিত করা হয়েছে।
সংবাদ শিরোনাম ::
বানিয়াচং হাওড় থেকে অজ্ঞাতনামা বৃদ্ধার মৃতদেহ উদ্ধার
-
তরঙ্গ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ০৮:৪০:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২০
- ১৪৪ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ