মখলিছ মিয়া : বানিয়াচং-হবিগঞ্জ সড়কের সিএনজি অটোরিক্সা ও ট্রাক্টর এর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ১জন নিহত এবং আহত হয়েছেন ৫জন। ঘটনাটি ঘটেছে রোববার ( ১৯ জুলাই) রাত ৮টার দিকে বানিয়াচং-হবিগঞ্জ সড়কের কালারডোবার সন্নিকটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ধান বোঝাই একটি ট্রাক্টর ও বানিয়াচংমুখী সিএনজি অটোরিক্সা উল্লেখিত স্থানে পৌঁছামাত্র মুখোমুখি সংঘর্ষে এ দূর্ঘটনাটি ঘটে। ধান বোঝাই ট্রাক্টরের ধাক্কায় সিএনজি অটোরিক্সাটি রাস্তার নিচে ছিটকে পড়ে যায়। এসময় বোঝাইকৃত ধান নিচে পড়ে গেলে ধানের বস্তার চাপায় ঘটনাস্থলেই ১জন মারা যায়। তাৎক্ষণিক মৃত ব্যক্তির পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। এদিকে দূর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে যান বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা। তাৎক্ষণিক তিনি মুঠোফোনে বানিয়াচং থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে দ্রুত ঘটনাস্থলে আসার নির্দেশনা প্রদান করেন। প্রায় ঘন্টাব্যাপী নিজে উপস্থিত থেকে পুরো উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন ইউএনও মোঃ মাসুদ রানা। এসময় তিনি দূর্ঘটনায় আহত যাত্রীদের উদ্ধার করে তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।
আহতদের যথাযথভাবে চিকিৎসা প্রদানের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের দায়িত্বরত ডাক্তারদের সাথেও কথা বলেন। ক’জন পথচারীদের সাথে আলাপকালে তারা এ প্রতিনিধিকে জানান, ইউএনও স্যার তাৎক্ষণিক ঘটনাস্থলে না আসলে আরো অনেক যাত্রীর প্রাণহানী ঘটতো। তিনি এখানে আসাতে দ্রুততার সাথে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো সম্ভব হয়েছে। বানিয়াচং থানার এসআই গৌতম জানান, দূর্ঘটনায় পতিত ট্রাক্টর ও সিএনজি অটোরিক্সা উদ্বার করে থানায় নিয়ে আসা হয়েছে।
দূর্ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় সনাক্ত করতে বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে বলেও তিনি জানান। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা’র সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, দূর্ঘটনার খবরটি পাওয়া মাত্রই সেখানে উপস্থিত হয়ে বানিয়াচং থানা পুলিশ ও ফায়ার সার্ভিস এর লোকজনদের সাথে নিয়ে উদ্বার অভিযান পরিচালনা করে আহতদের দ্রুত সময়ের মধ্যে চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেছি। ভবিষ্যতে এ ধরণের দূর্ঘটনা এড়াতে সবাইকে সতর্কতার সাথে রাস্তায় গাড়ি চালানোর অনুরোধ জানান।