আব্দাল মিয়া, বানিয়াচং থেকে : “মানুষ-মানুষের জন্য” এ স্লোগানকে ধারণ করে বানিয়াচংয়ে সাগর দিঘী ওয়েল ফেয়ার সোসাইটির উদ্যোগে অসহায়-গরীবদের মাঝে কুরবানীর গোস্ত বিতরণ করা হয়েছে। রোববার (২ আগস্ট ২০২০) বেলা ২টায় সাগর দিঘীর পূর্বপাড়ে ৪৩ জন হত দরিদ্র মানুষের মাঝে এ গোস্ত বিতরণ করা হয়। মোঃ জালাল মিয়ার সভাপতিত্বে ও সোসাইটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ শুয়াইব আহমদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক বানিয়াচং সিনিয়র ফাজিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দাল হোসেন খান।
এ সময় অন্যান্যের মধ্যে তরঙ্গ টোয়েন্টিফোর ডট কম এর সম্পাদক শিব্বির আহমদ আরজু, সাগর দিঘীর পূর্বপাড় মহল্লার ভারপ্রাপ্ত সর্দার শাহ মোশাররফ হোসেন, সোসাইটির কোষাধ্যক্ষ আজিজুল খা আকিবুর, সাবেক মেম্বার শাহজাহান মিয়া, মাহমুদ আলী, জহিরুল ইসলাম খান মাহবুব, সাইফুল ইসলাম খান লিমন, সাদিকুর রহমান, মেম্বার সুমন আখঞ্জী, সামছু মিয়া প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে প্রিন্সিপাল মাওলানা আব্দাল হোসেন খান বলেন, একদিকে করোনা ভাইরাস, অন্যদিকে বন্যা। এতে করে মানুষ অনেক অসহায় অবস্থায় দিনাতিপাত করছে। আর সাগর দিঘীর ওয়েল ফেয়ার সোসাইটি প্রতিষ্ঠার পর থেকেই মানবতার কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে আজকে অসহায় মানুষদের মধ্যে কুরবানীর গোস্ত বিতরণ করা হয়েছে। এ ক্ষেত্রে সোসাইটির প্রত্যেক সদস্য অত্যন্ত আন্তরিকভাবে কাজ করছেন।