শিব্বির আহমদ আরজু : ১৯ ফ্রেব্রুয়ারি ২০২১ খ্রি. বানিয়াচংয়ের ঐতিহ্যবাহী বড় বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন। এ উপলক্ষে বাজারের প্রধান উপদেষ্টা আলহাজ্ব আলাউদ্দিন মিয়ার নেতৃত্বে ৪ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি এ নির্বাচন পরিচালনা করবে। সদস্য সচিব হিসেবে রয়েছেন মোঃ খলিলুর রহমান। সম্প্রতি উপদেষ্টা কমিটি ও নির্বাহী কমিটির যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সূত্রে জানা যায়, বানিয়াচং উপজেলার মধ্যে সবচেয়ে বৃহৎ হচ্ছে বড় বাজার। এ বাজারকে অনেকটা মডেল বাজার হিসেবে আখ্যায়িত করা হয়। ইতিমধ্যে সদ্য সাবেক সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন এর নেতৃত্বাধীন কমিটির উদ্যোগে বড় বাজারকে সিসি টিভির আওতায় আনা হয়েছে। বাজারের পার্শ্বে উপজেলা পরিষদ, থানা, সাবরেজিস্টার, ভূমি অফিসসহ সরকারি/বেসরকারি অনেক গুরুত্বপূর্ণ অফিস রয়েছে। দীর্ঘদিন যাবত এ বাজারের পরিচালনা পর্ষদ সাধারণ ব্যবসায়ীদের সরাসরি ভোটের মাধ্যমে গঠন হয়ে থাকে। আর গত কমিটির মেয়াদ শেষ হয় ২০২০ এর জুন মাসে। কোভিড-১৯ থাকায় নির্বাহী কমিটির এক সভায় মেয়াদ আরও ৬ মাস বৃদ্ধি করা হয়। কোভিড-১৯ স্থিতিশীল থাকায় প্রশাসন এর অনুমতি স্বাপেক্ষে নির্বাচনী তফসীল গঠন করা হয়েছে। ২৩/০১/২০২১ খ্রি. খসড়া ভোটার তালিকা প্রকাশ, ২৪/০১ খসড়া ভোটার তালিকার উপর আপত্তি ও নিস্পত্তি, ২৬/০১/ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ২৭/০১ মনোনয়নপত্র বিতরণের তারিখ, ২৮/০১ মনোনয়নপত্র বিতরণের শেষ তারিখ,২৯/০১ মনোনয়নপত্র যাচাই-বাছাই, ৩০/০১ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ, ৩১/০১/ প্রতিক বরাদ্ধ ও প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশের শেষ তারিখ এবং ১৯ শে ফেব্রুয়ারি ভোট ভোট গ্রহণ । ভোট গ্রহণের ভেন্যু হচ্ছে আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে অবাধ,সুষ্ঠু, নিরপেক্ষ ও জাঁকজমকপূর্ণ করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন পরিচালনাধীন উপদেষ্টা কমিটি। এরই মধ্যে প্রার্থীরাও ব্যানার, ফেস্টুন দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে জানান দিচ্ছেন। সবদিক মিলিয়ে অত্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা করছেন সাধারণ ভোটারগণ।
সংবাদ শিরোনাম ::
বানিয়াচং বড় বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ১৯ শে ফেব্রুয়ারি
-
তরঙ্গ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ১০:২৮:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১
- ৩৯ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ