শেখ মোঃ আলমগীর, বানিয়াচং থেকে : ইন্ডিয়ান প্রিমিয়ারলীগ ( আইপিএল) জুয়া খেলা বন্ধে মাইকিং করেছে বানিয়াচং উপজেলা সদরের বড় বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে জুয়া খেলা থেকে তরুণ সমাজকে বিরত রাখতে এ সিদ্ধান্ত নিয়েছেন বাজার কতৃপক্ষ। জানা যায়, প্রত্যেক বাজার এবং পাড়া-মহল্লার দোকান, সেলুন, চায়ের স্টল, টেলিভিশন, মোবাইলে লুডু খেলা, তাস, গাফলা, ক্যারাম, দাবাসহ ইত্যাদি মাধ্যমে এবং ইন্ডিয়ান প্রিমিয়ারলীগ (আইপিএল) ক্রিকেট টুর্নামেন্টকে ঘিরে এক শ্রেণির তরুণ যুবক জুয়া খেলে নিঃস্ব হচ্ছে। এতে করে এর বিরূপ প্রভাব পড়ছে সমাজে! অভিযোগ রয়েছে এ শ্রেণির যুবকরাই মাদক, ইয়াবাসহ চুরি-ডাকাতিতে লিপ্ত হচ্ছে। এ ব্যাপারে বড় বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ সাংবাদিক সাহিদুর রহমান জানান, বেশ কিছু দিন যাবত এক শ্রেণির উঠতি বয়সী তরুণ/যুবক আইপিএল ক্রিকেট টুর্নামেন্টসহ বিভিন্ন মাধ্যমে একে অপরের সাথে বাজি ধরার মাধ্যমে নিঃস্ব হয়ে দেশান্তরি হচ্ছে !

এর বিরূপ প্রভাব পড়ছে পরিবারসহ সমাজে। এসব খবর জানতে পেরে বড় বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ মাইকিং করে এ সিদ্ধান্ত নিয়েছেন। এতে করে সবার সহযোগিতা কামনা করি।
বানিয়াচং প্রেসক্লাব সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক মোশাহেদ মিয়া জানান, বিভিন্ন এ্যপসের মাধ্যমে এক শ্রেণির তরুণ যুবক ইন্ডিয়ান প্রিমিয়ারলীগ (আইপিএল)কে কেন্দ্র করে এবং মোবাইলে লুডুসহ বিভিন্ন মাধ্যমে বাজি ধরছে! এতে করে এসব ছেলেদের কারণে তাদের পরিবার আর্থিকভাবে ভীষণ ক্ষতিগ্রস্থ হচ্ছে। এসব জুয়া বন্ধে বড় বাজার কতৃপক্ষ যুগান্তকারি সিদ্ধান্ত নিয়েছেন। আশা করি এ বিষয়টি অন্যান্য বাজার কতৃপক্ষও অনুসরণ করবেন। আর তা ছাড়া সচেতন মহলসহ অভিভাবকগণকে সন্তানদের প্রতি নজরদারি আরও বৃদ্ধি করতে হবে। আর এ ক্ষেত্রে থানা পুলিশও খুব তৎপর রয়েছে।
বড় বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ও আওয়ামীলীগ নেতা আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন জানান, আইন শৃঙ্খলা রক্ষায় এবং প্রশাসনের নির্দেশিকায় যে কোন সিদ্ধান্ত নিতে আমরা বাজার কতৃপক্ষ বদ্ধ পরিকর। আর মাদক, জুয়াসহ বিভিন্ন অপরাধ বন্ধে আমরা প্রশাসনের সাথে একযোগে কাজ করে যাব। এ ক্ষেত্রে আমাদের বাজার কমিটির নেতৃবৃন্দ অত্যন্ত আন্তরিক।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন তরঙ্গ টুয়েন্টিফোর ডটকমকে জানান, গতকাল বুধবার আইপিএল জুয়া খেলায় জড়িত থাকার অভিযোগে একটি ছেলেকে আমরা গ্রেফতার করি। জুয়া খেলাকে বন্ধ করতে খুব তৎপর রয়েছে পুলিশ। এরই অংশ হিসেবে বড় বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দকে আমি অুনরোধ করি সচেতনতার ক্ষেত্রে মাইকিং করতে। উপজেলার সব বাজার নেতৃবৃন্দসহ অভিভাবকমহল আরও সচেতন হোন, এ ক্ষেত্রে মাদক, জুয়া, চুরি-ডাকাতি বন্ধ করতে বানিয়াচং থানা পুলিশ অত্যন্ত আন্তরিকভাবে কাজ করছে। এসব অপরাধে যারাই জড়িত থাকুক না কেন কাউকেই ছাড় দেওয়া হবে না।