শেখ মোঃ আলমগীর, বানিয়াচং থেকে : আসন্ন শীত মৌসুমে চুরি- ডাকাতি রোধে বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) বিকাল ৪টায় ব্যবসায়ীদের সচেতন এবং রাত ১১টার পর ব্যবসা-বাণিজ্য বন্ধ করতে এ অভিনব প্রচারণা করা হয়। স্থানীয় প্রশাসনের পরামর্শে ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে মাইকিং করে জানিয়ে দেওয়া হয়েছে- প্রত্যেক ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এবং পিছনে একটি করে বৈদ্যুুতিক বাল্ব লাগানো এবং রাত ১১টার মধ্যে সব ধরনের দোকানপাট বন্ধ করতে নির্দেশনা প্রদান করা হয়। বাজারসহ সংলগ্ন এলাকায় রাত ১১ টার পর বিনা কারণে ঘোরাফেরা করলে উপযুক্ত কারন ব্যতিত পুলিশ তাদেরকে গ্রেফতার করবে। এব্যাপারে বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ও আওয়ামীলীগ নেতা আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন তরঙ্গ টুয়েন্টিফোর ডটকমকে জানান, আমরা ব্যবসায়ীদের বৃহৎ স্বার্থে এবং তাদের মূল্যবান জিনিসপত্র রক্ষার্থে এ সিদ্ধান্ত নিয়েছি।আমাদেরকে সহযোগিতা করার জন্য সকল ব্যবসায়ী ও জনসাধারনের প্রতি আহবান জানাচ্ছি।
উল্লেখ্য, বড় বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি করোনাকালীন সময়সহ যে কোন দূর্যোগে প্রশাসনকে সহযোগিতা করে আসছে। চুরি-ডাকাতি রোধসহ ব্যবসায়ীদের যে কোন সমস্যা সমাধানে নেতৃবৃন্দ অত্যন্ত আন্তরিক। এরই ফলশ্রুতিতে আজকের এ মাইকিং।