বদরুল লস্কর, বানিয়াচং থেকে : যথাযোগ্য মর্যাদায় বানিয়াচং প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক মানবজমিন এর হাওরাঞ্চল প্রতিনিধি আখলাক হোসেন খান খেলু’র ৪র্থ মৃত্যু বার্ষিকী পালন করেছে তরঙ্গ টোয়েন্টিফোর ডটকম অনলাইন পোর্টাল। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) উপজেলা সদরের গ্যানিংগঞ্জ বাজার জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মরহুমের জীবনের উপর স্মৃতিচারণ করেন তরঙ্গ টোয়েন্টিফোর ডটকম’র সম্পাদক ও প্রকাশক শিব্বির আহমদ আরজু।

মিলাদ মাহফিল পরিচালনা করেন গ্যানিংগঞ্জ বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা বাহার উদ্দিন।এসময় উপস্থিত ছিলেন, জনাব আলী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুস সাত্তার, তরঙ্গ টোয়েন্টিফোর ডটকম এর উপদেষ্টা সম্পাদক ও দৈনিক মানবজমিন এর উপজেলা প্রতিনিধি মখলিছ মিয়া, দৈনিক প্রতিদিনের বাণীর প্রতিনিধি আবদাল মিয়া, দৈনিক প্রভাকরের প্রতিনিধি মোক্তাদির হাসান সেবুল, এনটিভি প্রতিনিধি আক্তার হোসেন আলহাদী, হাফেজ আবুবকর ও বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গসহ ধর্মপ্রাণ মুসল্লীগণ। বক্তাগণ বলেন, মরহুম আখলাক হোসেন খান খেলু ছিলেন একজন দেশপ্রেমিক ভালো মানুষ ও গুণী সাংবাদিক।

মফস্বল এলাকায় অবস্থান করেও দৈনিক যুগান্তর, কালের কন্ঠ,সমকালসহ বিভিন্ন নামিদামি পত্রিকায় নিয়মিত কলাম লিখেছেন তিনি। আর পাশাপাশি হাওরাঞ্চল এলাকার কৃষকসহ মানুষের সুখ- দুঃখ নিপুণভাবে তুলে ধরেছেন গণমাধ্যমে। সমাজ নিয়ে এমন ভাবনা প্রিয় মানুষের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেছেন বিশিষ্ট আলেম ও লেখক মাওলানা শায়খ সিরাজুল ইসলাম।