আব্দাল মিয়া/ মোক্তাদির হাসান সেবুল : বানিয়াচং প্রেসক্লাবের সাথে একাত্মতা ঘোষণা করেছে রিপোর্টাস ইউনিটি। এ উপলক্ষ্যে শুক্রবার ( ৩রা জুলাই) বিকাল ৩টায় বড় বাজারস্থ ডা. জমির আলী ম্যানশনের কার্যালয়ে প্রেসক্লাব সভাপতি মোশাহেদ আলী শাহেদ ( কালের কন্ঠ) এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলিল ( দৈনিক বাংলাদেশ খবর) এর সঞ্চালনায় এক সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, বানিয়াচং প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও রিপোর্টাস ইউনিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ নমীর আলী ( দৈনিক হক ইনসাফ), উপদেষ্টা মো. মোতাব্বির হোসেন ( আমাদের সময়) ও আক্কাস আলী খান, ২০২১- ২২ সেশনের সভাপতি ইমদাদুল হোসেন খান ( দি ট্রাইব্যুনাল), মখলিছ মিয়া ( দৈনিক মানবজমিন), জীবন আহমেদ লিটন ( দৈনিক ভোরের কাগজ ও দৈনিক অনুসন্ধান), শিব্বির আহমদ আরজু ( দৈনিক আমাদের অর্থনীতি ও তরঙ্গ টোয়েন্টি ফোর ডটকম)। প্রধান উপদেষ্টা শেখ নমীর আলী বলেন, আমি জীবনের পড়ন্ত বেলায় উপনীত হয়েছি। আমি ডিফেন্সের লোক। দেশ স্বাধীন করেছি। এর পর প্রায় ৩৬ বছর যাবত সাংবাদিকতা করে আসছি। আমার জীবনের চাওয়া পাওয়ার আর কিছু নেই। আমার সবেচেয়ে বড় পরিচয় আমি একজন মুক্তিযোদ্ধা। এরপর সিভিল পেশা হিসেবে আমি বেছে নিয়েছি সাংবাদিকতাকে। কিন্তু দুঃখজনক হলেও সত্য আমার বানিয়াচংয়ে সাংবাদিক সংগঠন বহুধা বিভক্তি ছিল।
এ নিয়ে মনের মধ্যে অনেক দুঃখ ও পীড়া ছিল। আমার জীবদ্দশায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্লাটফরমে দেখতে পেয়ে অনেক ভালো লাগছে। আমরা চাই মাননীয় এমপি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, উপজেলা চেয়ারম্যান মো. আবুল কাশেম চৌধুরী ও নবাগত ইউএনও মাসুদ রানা মহোদয়গণের ঐকান্তিক প্রচেষ্টায় বানিয়াচংয়ে প্রেসক্লাবের ভূমি ও ভবন হবে ইনশা আল্লাহ। আজ থেকে আমাদের আর কোন বিরোধ নেই। সবাই একটি পরিবার হিসেবে বাকী দিনগুলো চলতে চাই। সভাপতির বক্তব্যে মোশাহেদ আলী শাহেদ বলেন, ঐক্যবদ্ধ প্রেসক্লাবের সভাপতি হিসেবে আমার নাম ঘোষণা হওয়ার পর আমি নিজে এর প্রতিবাদ করতে চেয়েছিলাম। কিন্তু কতৃপক্ষ এবং উপস্থিত সদস্যদের বিনীত অনুরোধে আমাকে এ গুরু দায়িত্ব নিতে হয়েছে। আমি মনে প্রাণে বিশ্বাস করি ৩৬৫ দিনের মধ্যে প্রেসক্লাবের দায়িত্ব থেকে সরে যাব। এর মধ্যেই প্রেসক্লাবকে একটি গতিশীল অবস্থানে নিয়ে যেতে চাই। এতে করে প্রিয় সহকর্মী, জনপ্রতিনিধি, প্রশাসনসহ সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতা কামনা করি। এ সময় উপস্থিত ছিলেন বানিয়াচংয়ে বিভিন্ন প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।