শিব্বির আহমদ আরজু : বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কাশেম চৌধুরীর আমন্ত্রণে নবগঠিত বানিয়াচং ঐক্যবদ্ধ প্রেসক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উপজেলা কার্যালয়ে সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, ঐক্যবদ্ধ প্রেসক্লাবের সভাপতি মোশাহেদ আলী শাহেদ ( কালের কণ্ঠ), ইমদাদুল হোসেন খান (দি ট্রাইব্যুনাল ), মখলিছ মিয়া ( মানবজমিন)।
সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, হাওরাঞ্চল এলাকা নামে খ্যাত বানিয়াচং আজ অনেক ক্ষেত্রেই এক উন্নত জনপদে পরিণত হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য,যোগাযোগসহ অবকাঠামো অনেক উন্নয়ন সাধিত হয়েছে মাননীয় এমপি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায়।
দুঃখজনক হলেও সত্য অন্যান্য জেলা থেকে যখন ট্রাভেলরা আসেন বানিয়াচং পরিদর্শন করতে, তখন প্রেসক্লাব এর জায়গা নেই, ভবন নেই সর্বোপরি ত্রি ধারায় বিভক্তির খবর শোনে বেজায় নাখোশ হন তারা। এ সময় আমরা হই লজ্জিত।
এ লজ্জা থেকে পরিত্রাণ পেতে স্ব-উদ্যোগ নিয়ে ঐক্যবদ্ধ প্রেসক্লাব করে দেন জাতীয় প্রেসক্লাবের সদস্য বিশিষ্ট সাংবাদিক সাখাওয়াত কাওছার। এতে করে সবাইকে যার যার প্রাপ্য মর্যাদা দিয়েছেন তিনি।
এ ঐক্যমতে সবার অনুমতিও ছিল। তাই জন মানুষের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটেছে ঐক্যবদ্ধ প্রেসক্লাব গঠনে। এ ক্ষেত্রে আমরা মাননীয় এমপি মহোদয়ের পাশাপাশি আপানার একান্ত সহযোগিতা কামনা করি। আমরা চাই বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে প্রিয় বানিয়াচংকে বিশ্বের বুকে তুলে ধরতে। সমাপনী বক্তব্যে উপজেলা চেয়ারম্যান মো. আবুল কাশেম চৌধুরী বলেন, সমাজ গঠনে জনপ্রতিনিধির পাশাপাশি সাংবাদিকদের অবদান অনস্বীকার্য। সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করলে সমাজ এবং রাষ্ট্রের অনেক উপকার হয়। আমি এবং আমাদের এমপি মহোদয় কোন ক্ষেত্রেই দূর্নীতি তথা কোন অন্যায়কে প্রশ্রয় দেই না। যে কোন ক্ষেত্রে অনিয়ম বা দূর্নীতি হলে সাংবাদিকরা লেখনী দ্বারা অথবা আমাদের নজরে দিলে তদন্ত করে যা আসে তাই ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে সে যেই হউক তাকে কোন ছাড় নয়। তিনি আরও বলেন, আমিও চাই প্রিয় বানিয়াচংয়ে প্রেসক্লাব এর ভূমি এবং ভবন হউক। সে জন্য গেল বছর বানিয়াচংয়ে মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম. এ মান্নান মহোদয়ের কাছে প্রেসক্লাবের বহুতল ভবনের আবেদন করেছি। বানিয়াচং প্রেসক্লাবের ভূমি এবং বহুতল ভবন নির্মাণে আমার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে ইনশা আল্লাহ। আর ঐক্যবদ্ধ প্রেসক্লাব করে দেওয়ায় আমাদের কৃতি সন্তান জাতীয় সাংবাদিক সাখাওয়াত কাওছারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, ঐক্যবদ্ধ প্রেসক্লাবের উপদেষ্টা মোতাব্বির হোসেন ( আমাদের সময়), সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলিল (বাংলাদেশের খবর), শেখ জুবায়ের জসিম ( যায়যায় দিন), রায়হান উদ্দিন সুমন ( সমকাল), শিব্বির আহমদ আরজু ( আমাদের অর্থনীতি) সাহিদুর রহমান ( তরঙ্গ টুয়েন্টিফোর), আব্দাল মিয়া ( জাতীয় দৈনিক ডেসটিনি), সাইফুল আমীন ( প্রবাসী সাংবাদিক), সফিকুর রহমান সফিক ( দৈনিক বিবিয়ানা) জসিম উদ্দিন ( সিলেট ভিউ), তৌহিদুর রহমান পলাশ (অধিকার বিডি), আজহার উদ্দিন শিমুল (একাত্তরের কথা)সহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার মূলধারার সাংবাদিকবৃন্দ।এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সহসভাপতি মো. ছায়েব আলী ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া। পরে সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ইকবাল হোসেন খান, প্রেসক্লাবের উপদেষ্টা হেমায়েত আলী খান, আঙ্গুর মিয়া ও মোশাররফ হোসেন এর সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।