শিব্বির আহমদ আরজু : অতি বৃষ্টিতে বানিয়াচং-নবীগঞ্জ সড়কের সুটকী ব্রীজের গোড়ায় গর্তের সৃষ্টি হয়েছে। গর্তটি ক্রমাগত বেড়ে যান চলাচল ব্যাহত হচ্ছে। ফলে যে কোন সময় বড় ধরণের দূর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন যাত্রীগণ। সরজমিনে দেখা যায়, ঐ সড়কের কালিদেশটেকা সংলগ্ন সুটকী ব্রীজের কাছে ঘন ঘন বৃষ্টির কারণে গর্ত হয়ে মাটি সরে গেছে।

গর্ত হওয়া জায়গাটি অতিদ্রুত সংস্কার করা না হলে ভালো অংশটুকুও গর্তে বিলীন হতে পারে ! এ ব্যাপারে সড়ক ও জনপদ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আবুল বাশার তরঙ্গ টুয়েন্টিফোর ডট কমকে জানান, এ বিষয়টি আমাদের নজরে আসার পর সংস্কারের জন্য শ্রমিক পাঠিয়েছি। আশা করি দ্রুত সময়ের মধ্যেই সংস্কার কাজ শেষ করা হবে।