বানিয়াচং(হবিগঞ্জ)প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচং-নবীগঞ্জ রোডে গণ-ডাকাতি সংঘটিত হয়েছে। যাত্রীদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ লক্ষাধিক টাকা ও মোবাইলসহ স্বর্ণলঙ্কার নিয়ে গেছে সংঘবদ্ধ ডাকাত দল। বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাত প্রায় সাড়ে ১০টায় বানিয়াচং-নবীগঞ্জ রোডের বানিয়াচংয়ের নাগেরটেকের রাস্তার নিকট ডাকাতির ঘটনাটি ঘটেছে। ডাকাতির শিকার লোকজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,সিলেট থেকে যাত্রী ও বয়ে আসা একটি মাইক্রোবাসকে পথরোধ করে চালক ও যাত্রীদেরকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেধে মারপিট করে মোবাইল,নগদ টাকা ও স্মর্ণালঙ্কার হাতিয়ে নেয় ডাকাত দল। এ সময় একে একে প্রাইভেট কার, পিকআপ,টমটম ও মোটর সাইকেলসহ ৭টি গাড়ি আটক করে প্রত্যেক যাত্রীকে হাত-পা বেধে বেধড়ক মারপিট করে সর্বস্ব হাতিয়ে নেয়। কাগাপাশা গ্রামের মনোয়ার হোসেন রিপন ও তার ভা্ই তোফাজ্জল হোসেন জানান, ব্যবসায়িক কাজ শেষে বানিয়াচং থেকে ফেরার পথে ঘটনাস্থলে এসে দেখি আহত লোকজন চিৎকার চেচামেচি করছেন।
এ ব্যাপারে আরেক প্রত্যক্ষদর্শী ইউপি সদস্য দেওয়ান নাসির উদ্দিন চৌধুরী জানান, ১৫ থেকে ২০ জন লোককে কাপড় খুলে ও বেধে মারপিট করে সব কিছু নিয়ে গেছে।
এ ব্যাপারে বানিয়াচং থানা ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন বলেন, খবর পেয়ে থানা পুলিশের টহল দলকে দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আমি নিজেও যাচ্ছি ঘটনাস্থলে। এ ব্যাপারে পুলিশি অভিযান চলবে।