শিব্বির আহমদ আরজু/ সাহিদুর রহমান : মুজিব বর্ষ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বানিয়াচং-নবীগঞ্জ সড়কে (এম এ রব সড়ক) হিজল-কৃষ্ণচূড়া-সোনালু- কাঞ্চন গাছের সমন্বয়ে সৌন্দর্যবর্ধক বৃক্ষ রোপন এর উদ্বোধন করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।শনিবার (২২ আগস্ট) সড়ক রক্ষায় প্রধান অতিথি হিসেবে পরিবেশ বান্ধব বৃক্ষ রোপন করেন তিনি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী,উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা, হবিগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ সজীব আহমেদ, সহকারি কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মি, ভাইস চেয়ারম্যান ফারুক আমীন বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া প্রমুখ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, পর্যায়ক্রমে বানিয়াচং এর প্রত্যেকটি প্রবেশপথে এরকম ফুলেল গাছে সমৃদ্ধ করা হবে। উপজেলা প্রশাসনের উদ্যোগে নান্দনিক বানিয়াচং গড়ার লক্ষ্যে এ কার্যক্রমকে আমি সাধুবাদ জানাচ্ছি।