শিব্বির আহমদ আরজু/আবদাল মিয়া : বানিয়াচংয়ে ৬ মাসে হিফজ সমাপন করায় ২ কৃতী ছাত্রকে সংবর্ধনা প্রদান করেছে “দারুন নাশাত”। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০ টায় “দারুন নাশাত” মিলনায়তনে প্রতিষ্ঠানের ডিরেক্টর মুফতি জুনাঈদ আহমদ এর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা আব্দুল বাছিত আজাদ (বড় হুজুর)।

দারুন নাশাতের ডিরেক্টর মুফতি হামিদুর রহমান চৌধুরী ও মাওলানা আব্দুল হালিম নোমানি আল-আজহারির যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বানিয়াচং সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দাল হোসেন খান, সাবেক ভাইস প্রিন্সিপাল মুফতি কাজী আতাউর রহমান, মাদ্রাসাতুল হারামাইন এর প্রধান পরিচালক মাওলানা মখলিছুর রহমান, হাজী ফরিদ উল্লাহ, জনাব আলী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুস সাত্তার, মাওলানা সাজ্জাদুর রহমান, মাওলানা ইকবাল হোসাইন ও ক্বারী কমর উদ্দিন।

দারুন নাশাত বহুমুখি আধুনিক একটি শিক্ষা প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের মধ্যে স্কুল, মাদ্রাসা, হিফজ এর বালক-বালিকা শাখা রয়েছে। এ প্রতিষ্ঠান থেকে মাত্র ৬ মাসে পবিত্র কুরআনুল কারিম হিফজ সমাপন করেছে সিএম জুলকার নাইন নামে ১২ বছর বয়সী এক মেধাবী ছাত্র। একই বয়সের আয়ূব আলী নামে অপর ছাত্র দেড় বছরে হিফজ সমাপন করেছে।

এর আগে মুসাদ্দেক আহমদ নামে এক কোমলমতি কৃতী ছাত্র মাত্র ৮ মাসে পবিত্র কুরআনুল কারিম হিফজ সম্পন্ন করেছিল। একের পর এক কৃতিত্বপূর্ণ ফলাফল করে বানিয়াচং তথা হবিগঞ্জের মধ্যে অন্যতম একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “ দারুন নাশাত” সুনাম অর্জন করে যাচ্ছে। এ প্রতিষ্ঠানের মাধ্যমেই বানিয়াচংয়ে বিশ্বজয়ী হাফেজ এবং ক্বারীদের সংবর্ধনা প্রদান করা হয়েছিল। যা এ জনপদের জন্য বড় এক অর্জন। “দারুন নাশাতের” ডিরেক্টর ও জামেয়া ইসলামিয়া দারুল কোরআন মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি জুনাইদ আহমদ তরঙ্গ টুয়েন্টিফোর ডট কমকে জানান, বানিয়াচং ঐতিহ্যবাহী একটি জনপদ।

এ জনপদের বহুমুখি আধুনিক একটি শিক্ষা প্রতিষ্ঠানের অভাববোধ করছিলেন সচেতন মহল। এ লক্ষ্য পূরণ এবং ইসলামি শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গঠিত “দারুন নাশাত” প্রতিষ্ঠানটি ২০১৮ সালের ১লা জানুয়ারি থেকে উপজেলা সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত মাদানী ম্যানশনে প্রতিষ্ঠা করা হয়। অসহায়-দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদেরকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে মেধা বৃত্তি প্রদান করা হয়।