মখলিছ মিয়া ॥ বানিয়াচং থেকে চুরি হওয়া গরু আজমিরীগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে। গত রোববার আজমিরীগঞ্জ গরুর বাজার থেকে আন্তঃজেলা চোর চক্রের ৩সদস্যসহ চুরি হওয়া গরুগুলো আটক করা হয়। জানা যায়, গত ২৭ মে বানিয়াচং থানাধীন জাতুকর্নপাড়া গ্রামের মোবাশ্বির মিয়ার গোয়াল ঘর থেকে একদল সংঘবদ্ধ চোর ৩টি গরু চুরি করে নিয়ে যায়। বিষয়টি বানিয়াচং থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশ এ বিষয়ে বিভিন্ন জায়গায় গরু উদ্ধারে অভিযান চালায়। গত রোববার ক’জন ব্যক্তি চোরাই গরু গুলো বিক্রির উদ্দেশ্যে আজমিরীগঞ্জ গরুর হাটে নিয়ে যায়। গরুর মালিক এ বিষয়টি জানতে পেরে থানা পুলিশকে অবহিত করলে, আজমিরীগঞ্জ থানা পুলিশ গরুর বাজার থেকে গরুসহ ৩জনকে আটক করে। পরে আটকৃতদের বানিয়াচং থানায় হস্তান্তর করা হয়। ১লা জুন সোমবার গরুর প্রকৃত মালিক জাতুকর্ন পাড়া গ্রামের মোবাশ্বির মিয়া বাদী হয়ে আন্তঃজেলা চোর চক্রের সদস্য আজমিরীগঞ্জ জলসুখা গ্রামের সঞ্জব আলীর ছেলে জসিম উদ্দিন, জালাল মিয়ার ছেলে সুমন, আব্দুর রহমান মিয়ার ছেলে মোতাহের মিয়া একই গ্রামের মোস্তাকিম ও আব্দুল হামিদসহ ৫জনকে আসামী করে বানিয়াচং থানায় মামলা দায়ের (মামলা নং-১,তারিখ-০১/০৬/২০২০ইং) করেন। এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোঃ আব্দুস ছাত্তার এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ইতিমধ্যে এ মামলার এজহার নামীয় ৫জনের মধ্যে ৩জনকে আটক করা হয়েছে। আটকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনেক গুরুত্বপূর্ন তথ্য পাওয়া গেছে, তাদের দেওয়া তথ্যগুলো যাচাই বাছাই সাপেক্ষে এ চক্রটি গ্রেফতারে পুলিশি অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।
সংবাদ শিরোনাম ::
বানিয়াচং থেকে চুরি হওয়া গরু উদ্ধার ॥ থানায় মামলা দায়ের
-
তরঙ্গ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ০৪:০১:১৪ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২০
- ১৪২ বার পড়া হয়েছে
ট্যাগস