শেখ মোঃ আলমগীর, বানিয়াচং থেকে : বানিয়াচংয়ে টমটম ও মিশুক সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সাড়ে ১০টায় থানার অফিসার ইনচার্জ এর অফিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন টমটম সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সিদ্ধান্ত হয়েছে বানিয়াচং থানা এলাকায় ১৮(আঠার) বছরের নিচে কম বয়সী চালকদের টমটম ও মিশুক গাড়ী না চালানো, টমটম ও মিশুক গাড়ীতে দূরবর্তী জায়গায় অপরিচিত যাত্রীদের সাথে টমটম মিশুক গাড়ীতে ভাড়ায় না যাওয়া এবং অপরিচিত যাত্রীদের নিকট থেকে কোন খাবার না খাওয়ার বিষয়ে সকল টমটম ও মিশুক চালকদের আহবান করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন থানার সেকেন্ড অফিসার আব্দুর রহমান, এস আই আব্দুস সাত্তার, উপজেলা টমটম ও মিশুক অটোরিক্সা সিমিতির সভাপতি ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ফয়সল আহমদ, সহ-সভাপতি সহিবুর রহমান ও হাফেজ আলা উদ্দিন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আলতু,সাংগঠনিক সম্পাদক মাসুম খান, সাইনুল্লাহ মিয়া, হাফিজুর রহমান প্রমুখ।