নিজস্ব প্রতিবেদক : বানিয়াচংয়ে থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী মোঃ ছালেহ মিয়া (২৮) উপজেলা সদরের মিনাট এলাকার সাবান মিয়ার ছেলে।
সূত্র জানায়, গতকাল রোববার (১১ এপ্রিল) থানার এস আই আব্দুস সাত্তার সঙ্গীয় ফোর্স নিয়ে সন্ধায় ১ বছরের কারাদন্ড ও ৫ লক্ষ টাকা আর্থিক জরিমানাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ ছালেহ মিয়াকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন।
সোমবার (১২ এপ্রিল) আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন তরঙ্গ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। কোন অপরাধীই ছাড় পাবে না।