শেখ মোঃ আলমগীর, বানিয়াচং থেকে : বানিয়াচং থানা পুলিশের উদ্যোগে গরীব-অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (২৬ ডিসেম্বর) বিকালে উপজেলার ১৫ নং পৈলারকান্দি ইউনিয়নের বাজারে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন এর সভাপতিত্বে ও ওসি (তদন্ত) প্রজিত কুমার দাশের সঞ্চালণায় অসহায় মানুষের মাঝে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ বিপিএম,পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( বানিয়াচং সার্কেল) শেখ মোহাম্মদ সেলিম।

এসময় উপস্থিত ছিলেন, সাবেক চেয়ারম্যান ছোয়াদ আলী, অ্যাডভোকেট আব্দুল হামিদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ বলেন, দাঙ্গা-হাঙ্গামা, মাদক,জুয়া, ইভটিজিং, বাল্য বিবাহসহ অপরাধ রোধে খুব আন্তরিকভাবে কাজ করছে পুলিশ। বিশেষ করে কোন ক্ষেত্রেই যেন দাঙ্গা না হয় সে ক্ষেত্রে সচেতন মহলসহ জনপ্রতিনিধি যারা আছেন তারা সচেতন থাকতে হবে। আর কোন জায়গায় অপরাধ সংঘটিত দৃষ্টিগোচর হলে দ্রুত থানা পুলিশকে খবর দিতে সবার প্রতি আহবান জানান তিনি।