আব্দাল মিয়া, বানিয়াচং থেকে : বানিয়াচংয়ে ৩ চোরসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৪জানুয়ারি) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: এমরান হোসেন এর নির্দেশনায় এসআই (নি.) আব্দুস ছত্তারসহ পুলিশের একটি দল রাতব্যাপী এলাকায় অভিযান পরিচালনা করে ৬ মাসের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১ মাদক ব্যবসায়ী ও চোরাই চক্রের সক্রিয় ৩ আসামিকে ( চোর) গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার বড়ইউরি গ্রামের মৃত আঃ কাদিরের ছেলে আঃ বাছির(৩৫) এবং বাদাউড়ি গ্রামের আব্দুল মতিনের ছেলে মোফাজ্জল মিয়া, আলা উদ্দিনের ছেলে রাজন মিয়া(২২) ও নুর ইসলামের ছেলে সজিব মিয়া(২৩)।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: এমরান হোসেন তরঙ্গ টুয়েন্টিফোর ডটকমকে জানান, চুরি-ডাকাতি, বাল্য বিবাহ, ইভটিজিং, পাটিবাঁদ, মাছধরা, জমিসংক্রান্ত বিরোধ, বালুখেকো, মদ, জুয়া, মাদকসহ দাঙ্গা-হাঙ্গামা রোধে সর্বক্ষণ অভিযান অব্যাহত থাকবে। উপজেলায় যে কোন অপরাধ সংঘটিত হলে তা শক্তভাবে দমন করতে সর্বদা পুলিশ প্রস্তুত। আসামীদের বিরুদ্ধে থানায় মামলা রুজু আছে। নিয়মিত এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বানিয়াচং থানা পুলিশের ধারাবাহিক অভিযানে একের পর এক চোর-ডাকাত, জুয়ারী, মাদকসেবী, পলাতক আসামীসহ বিভিন্ন অপরাধী গ্রেফতার হওয়ায় জনমনে পুলিশের উপর আস্থা বৃদ্ধি পাচ্ছে।