শিব্বির আহমদ আরজু : বানিয়াচংয়ের ঐতিহ্যবাহী গ্যানিংগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন জমে উঠেছে। প্রার্থীরা সকাল-সন্ধ্যা ভোটারের দ্বারে দ্বারে ঘুরছেন এবং ভোট প্রার্থনা করছেন। এরই অংশ হিসেবে গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্বাচন কমিশনের কাছ থেকে ৭টি পদে মোট ২৯জন প্রার্থী নমিনেশন ক্রয় করেছেন। এর মধ্যে সভাপতি ১জন, সহসভাপতি ৪জন, সাধারণ সম্পাদক ৪জন, যুগ্ম সাধারণ সম্পাদক ২জন, কোষাধ্যক্ষ ৫জন, প্রচার ও ক্রীড়া ২জন ও নির্বাহী সদস্য পদে ১১ জন নমিনেশন ফরম ক্রয় করেছেন। সভাপতি পদে একমাত্র প্রার্থী হচ্ছেন বিগত কমিটির সভাপতি আলহাজ্ব রেজাউল মোহিত খান। সহসভাপতি প্রার্থী হচ্ছেন, আজমল হোসেন বাবুল, সাবাজুর রহমান, হাজী আব্দুল হান্নান আরজু মিয়া ও আব্দুর রহমান। সাধারণ সম্পাদক প্রার্থী হচ্ছেন, মাওলানা ফারুক আহমদ, মোঃ শামীম হাসান, শেখ মোঃ আব্দাল মিয়া ও মোস্তফা মিয়া। যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন মোঃ মতিউর রহমান মতি ও হাফেজ শহিদুল ইসলাম। কোষাধ্যক্ষ পদে প্রার্থী হচ্ছেন, আবু তালহা, মোঃ মস্তুফা মিয়া, মোঃ জসিম উদ্দিন, মাওলানা মোবাশ্বির আহমদ, দিদারুল আলম বাবলু। প্রচার ও ক্রীড়া সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন মোঃ মোশাহিদ মিয়া ও আজিজুর রহমান খেলু। নির্বাহী সদস্য পদে প্রার্থী হচ্ছেন হাফেজ আব্দুল মুকিত, রনজিত দত্ত, মোঃ সেতু মিয়া, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ মাহির মিয়া, হাফেজ আশিকুল ইসলাম, মোঃ ইমরান আহমদ, মোঃ শুলীন আলী খান, কামরুজ্জামান মিয়া, মোঃ রবিউল আলম ও মোঃ মহসিন মিয়া। এসময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার বাবু বিপুল ভূষণ রায়, নির্বাচন কমিশনার মুফতি আহমদ আলী, অ্যাডভোকেট কান্তি চ্যাটার্জি সজল, আব্দুল জালাল ও নারায়ণ কর।
উল্লেখ্য, ১২ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিল, ১৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই, ১৪ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার, ১৫ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্ধ এবং ২৬ সেপ্টেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভেন্যু হচ্ছে উপজেলা সদরের ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদ মিলনায়তন। নির্বাচনকে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ করতে সব ধরণের পদক্ষেপ নিয়েছে গঠিত নির্বাচন কমিশন। এ ক্ষেত্রে প্রধান নির্বাচন কমিশনার বিপুল ভূষণ রায় এর নেতৃত্বে ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন অত্যন্ত যোগ্য, অভিজ্ঞ ও দৃঢ় প্রত্যয়ী। নির্বাচনী আচরণ বিধি মেনে কার্যক্রম পরিচালনা করতে সকল প্রার্থীদের প্রতি আহবান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার বিপুল ভূষণ রায়।
সংবাদ শিরোনাম ::
বানিয়াচং গ্যানিংগঞ্জ বাজার ত্রি-বার্ষিক নির্বাচন জমে উঠেছে, উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে নমিনেশনপত্র ক্রয়
-
তরঙ্গ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ০৫:৩১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০
- ৩৫ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ